কিশোরগঞ্জের ইটনায় বৈঠাখালী নদী থেকে মো. শাহীন মিয়া (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে রাত ১০টার দিকে ঘটনাস্থলের প্রায় ২০ গজ দূর থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিজুড়ি গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে। তিনি নৌকার ইঞ্জিনচালক ছিলেন। ইটনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এমভি সোহাগ পরিবহন নামে নৌকাটির মালিক কামাল হোসেন জানান, তিনিসহ নৌকার দুই কর্মচারী শাহীন ও উজ্জ্বল মিলে তাহিরপুর উপজেলা থেকে বালু নিয়ে এসেছিলেন ইটনা উপজেলার জয়সিদ্দি গ্রামে। সেখান থেকে বালু বিক্রি করে ফেরার পথে ছিলনী গ্রামে পৌঁছার পর রাত হয়ে যায়। এ অবস্থায় নদীর তীরে আরেকটি ধানবাহী নৌকা দেখে সেখানে নোঙর করেন তারা।
তিনি আরও জানান, রাতে তিনজন মিলে খাওয়া-দাওয়া করছিলেন। খাওয়া শেষে প্লেট ধোয়ার জন্য বালতি দিয়ে পানি আনতে নৌকা থেকে বের হয় শাহিন। পানি তোলার সময় হঠাৎ নৌকা থেকে পড়ে যায় সে। সাথে সাথে নৌকার মালিক কামাল হোসেনও ঝাঁপ দেন নদীতে। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয় ইউপি সদস্য নূরুল হককে বিষয়টি জানান তিনি। নূরুল হক পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে স্থানীয় লোকদের সহায়তায় নদী থেকে শাহীনের লাশ উদ্ধার করে।
ইটনা থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, লাশ থানায় নেওয়া হয়েছে। শাহীনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর