জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দিনের মত পরিবহন ধর্মঘট চলছে। আর বাস মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের এই ধর্মঘটে চরম বিপাকে সাধারণ যাত্রীরা। ফলে বাধ্য হয়েই বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া এবং ভোগান্তি নিয়েই বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছেন যাত্রীরা।
এদিকে, সকাল থেকেই জেলার বিভিন্ন বাস টার্মিনাল এবং শহরের বিভিন্ন মোড়গুলো ঘুরে দেখা গেছে, গাড়ির জন্য অপেক্ষা করছে সাধারণ মানুষজন। কিন্তু ধর্মঘটের কারণে রাস্তায় গণপরিবহন না চলায় দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়ায় বিকল্প যান হিসেবে অটোরিক্সা, সিএনজি ও মাহিন্দ্রায় করে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে।
এ অবস্থায় দ্রুতই গনপরিবহন চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। যদিও বাস মালিক এবং মটর শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, জ্বালানি তেলের দাম না কমানো অথবা দাম বৃদ্ধিতে নতুন করে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
ধর্মঘটে পণ্যবাহী পরিবহন বিশেষ করে ট্রাক, ক্যার্ভাড ভ্যান, পিকআপ বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাজারে আরও বৃদ্ধি পেতে শুরু করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন