ফরিদপুরে ভাঙ্গার কুমার নদে জেলেদের মাছ ধরার জালে ধরা পড়া প্রায় তিন মণ ওজনের শুশুকটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা হাট সংলগ্ন একটি ভেসালে গতকাল শুক্রবার দুপুরে এ শুশুকটি ধরা পড়ে। এটি দেখতে স্থানীয় জনতা ভিড় জমায়।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে কুমার নদে জেলে তাপস মালোর ভেসালে এই শুশুকটি ধরা পড়ে। পরে তাপস মালোসহ স্থানীয় ব্যক্তিরা রড দিয়ে পিটিয়ে শুশুকটিকে হত্যা করে। এরপর স্থানীয় মাছ ব্যবসায়ী মো. আব্দুল হাইয়ের নিকট এক হাজার টাকায় বিক্রি করেন।
মো. আব্দুল হাই জানান, তিনি শুশুকটি কিনেছেন। এর তেল মালিশ করলে মানুষের শরীরের ব্যথা সেরে যায়। তিনি এটা দিয়ে ওষুধি তেল বানাবেন বলে জানান।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ধরা পড়া প্রাণীটি স্তন্যপায়ী ডলফিন প্রজাতির। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এ জাতীয় প্রাণী সংরক্ষণ করতে হবে। এ প্রাণী নিধন শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারসহ নদীর পাড়ে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির