'বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন, সমবায় শান্তি সমবায়ে মুক্তি' এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা হলরুমে আজ শনিবার সকালে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রিকশা ভ্যান মালিক সমিতির সভাপতি আব্দুল সামাদ প্রমুখ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির