জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে মোংলা সমুদ্র বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বন্দরে জাহাজে পণ্য ওঠামানার কাজ স্বাভাবিক থাকলেও মোংলা-খুলনা জাতীয় মহাসড়কে ট্রাক, ট্যাংক-লরি ও কাভাডভ্যান চলাচল বন্ধ থাকায় বন্দর থেকে বের হয়নি কোন আমদানি পণ্য। সড়ক পথে বন্দরে আসেনি রপ্তানি পণ্য।
মোংলা ইপিজেডসহ শিল্প এলাকার বিভিন্ন ফ্যাক্টরিতেও উৎপাদিত পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। তবে, ভোজ্য তেল ও গ্যাসবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। বাকি অন্যান্য ফ্যাক্টরীগুলোর সামনে ট্রাক রেখে বেকার সময় পার করছেন চালক-হেলপাররা। বাগেরহাট আন্তঃজেলাসহ দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলও বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে শনিবার দ্বিতীয় দিনেও গন্তব্যে যেতে ঘর থেকে বের হওয়া লোকজনকে যাত্রীবাহী পরিবহন না পেয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে।
মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে মোংলা ইপিজেডে।
বাগেরহাট ট্রাক, ট্যাংক-লরী ও কাভাডভ্যান মালিক সমিতির সভাপতি ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. নূরুল হক লিপন জানান, সরকার তেলের দাম বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার না করা পর্যন্ত তাদের পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম