ঝিনাইদহের মহেশপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুস সাত্তারকে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝিনাইদহ বিএমএ সভাপতি ডা. মুন্সী মো. রেজা সেকেন্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন সেলিনা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ বিএমএ সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোটচাঁদপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রশিদ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে তীব্র আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন বিএমএ সাধারণ সম্পাদক।
এসময় ঝিনাইদহ-৩ আসনের এমপি অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল সভায় উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করে বলেন, অপরাধীর কোনো ছাড় নেই। সেসময় বিএমএ নেতৃবৃন্দকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, গত রবিবার জ্বরে আক্রান্ত হয়ে বিকেল ৩টার দিকে স্বাস্থ্য কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য তার কক্ষে প্রবেশ করেন মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। বহির্বিভাগ বন্ধ থাকায় তাকে জরুরি বিভাগে চিকিৎসা নিতে বলেন স্বাস্থ্য কর্মকর্তা।
এসময় তার ওপর চড়াও হয়ে কিলঘুষি মারেন হারুন এবং তার সাথে থাকা নাসির উদ্দিন নামে এক যুবক। পরে আহত স্বাস্থ্য কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা নিয়ে ওইদিন বিকেলে হারুন ও তার সাথে থাকা সহযোগী নাসিরের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন থানায়।
বিডি প্রতিদিন/এমআই