ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে গতকাল সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল ও সিনএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মো. আল-আমিন খান জেলার বিজয়নগর উপজেলার সিরাজ খানের ছেলে। তিনি আশুগঞ্জের একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জেলা সদর থেকে এক সহপাঠির সঙ্গে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি বিজয়নগরে যাচ্ছিলেন আল-আমিন। পথে নন্দনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আল-আমিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার সাব্বির আহম্মেদ জানান, মাথায় গুরুতর আঘাত থাকায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির