রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী নাইট কোচে পেট্রোল বোমা মেরে ৬ বাসযাত্রী হত্যা ও ২৫ জন দগ্ধের মামলার আসামি ৭ বছর পরে গ্রেফতার হয়েছে। পুলিশ গতকাল সোমবার রাতে ইউনিয়ন জামায়াতের আমির ফারুখ হোসেনকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকা থেকে গ্রেফতার করে। ফারুখ জয়রামপুর আনোয়ারা গ্রামের মৃত আব্দুস ছাত্তরের পুত্র।
মঙ্গলবার দুপুরে ফারুখকে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (মিঠাপুকুর) আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান। তিনি বলেন, ‘গ্রেফতার ফারুখ হোসেনর বিরুদ্ধে বাসে বোমা নিক্ষেপ করে যাত্রীহত্যাসহ সহিংসতার ৮টি মামলার ওয়ারেন্ট রয়েছে। ওই সব মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। এছাড়া দুটি মামলায় সম্পত্তি ক্রোকের আদেশ রয়েছে। গ্রেফতার ফারুখ হোসেন পায়রাবন্দ ইউনিয়ন জামায়াতের আমির।’
২০১৫ সালের ১৪ জানুয়ারি কুড়িগ্রামের উলিপুর থেকে খলিল পরিবহনের একটি নাইটকোচ যাত্রীদের নিয়ে ঢাকায় যাচ্ছিল। রাত প্রায় ১ টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় পৌঁছলে জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসের ভেতরে আগুন ধরে যায় এবং জীবন্ত দগ্ধ হয়ে এক শিশুসহ ৬ জন নিহত হন। অগ্নিদগ্ধ হন আরও ২৫ যাত্রী।
এ ঘটনায় তখনকার মিঠাপুকুর থানার এসআই আবদুর রাজ্জাক বাদী হয়ে এই ঘটনায় ৮৭ জন নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০/৫০ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। তৎকালিন মামলার তদন্ত কর্মকর্তা মিঠাপুকুর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ১৩২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা