গাজীপুরের শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ৬৩০ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা অডিটরিয়ামে কৃষকদের মাঝে এসব কৃষি পণ্য বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে, বাচিক শিল্পী ইকবাল নিশাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.শামসুল আলম প্রধান, পৌর মেয়র আলহাজ¦ আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুণ কবির হিমু, পৌর আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লাসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬৩০ জন কৃষকের মাঝে সরিষার বীজ ৩০০ কেজি, ভুট্টা ৪০০ কেজি, পেয়াজের বীজ ১০ কেজি, মুগডাল ৬০০ কেজি এবং ডিএপি সার ১৬৬ বস্তা ও এমওপি সার ১১৪ বস্তা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম