সিরাজগঞ্জে সদরের ৮টি ইউনিয়নের মধ্যে ৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়্যারম্যান নির্বাচিত হয়েছে। বাকী ৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে জয়ীরা হলেন- সিরাজগঞ্জ সদরে বাগবাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম। বহুলী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ হোসেন সেখ। খোকশাবাড়ী ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশিদুল ইসলাম রশিদ মোল্লা। শিয়ালকোল ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম রেজা। কালিয়া হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুস সবুর।
রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বাকী ৬ টিতে নির্বাচিত জয়ীরা হলেন-
রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুর রহমান তালুকদার, ধুবিল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মিজানুর রহমান রাসেল, নলকা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক, পাঙ্গাসী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম নান্নু, সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত আবু হেনা মোস্তফা রিপন, চান্দাইকোনা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত আব্দুল হান্নান খান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ