বরিশাল জেলার ১২টি ইউনিয়নের মধ্যে আগৈলঝাড়া উপজেলার ৫ ইউনিয়নের সবগুলোতেই আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। অপর ৭টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ, ১টিতে আওয়ামী লীগ বিদ্রোহী, ১টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এবং ১টিতে বিএনপির স্থানীয় এক নেতা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন।
রাজিহার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াছ তালুকদার, বাকাল ইউনিয়নে উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি বিপুল দাস, রত্নপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা সরদার, বাগধাঁ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বাবুল ভাট্টি এবং গৈলায় সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল হোসেন টিপু তালকুদার ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
বানারীপাড়া উপজেলার একমাত্র সৈয়দকাঠী ইউনিয়নে নৌকার প্রার্থী একই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন মৃধা নির্বাচিত হয়েছেন।
সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে নৌকার প্রার্থী একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু, শায়েস্তবাদ ইউনিয়নে নৌকার প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান মুন্না, চরকাউয়া ইউনিয়নে নৌকার প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম, চাঁদপুরা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন, চরমোনাই ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী চরমোনাই পীরের ভাই সৈয়দ জিয়াউল করিম এবং চন্দ্রমোহন ইউনিয়নে স্বতন্ত্র প্রতীকে একই ইউনিয়ন বিএনপি’র উপদেস্টা কমিটির সদস্য মো. সিরাজুল হক নির্বাচিত হয়েছেন। স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত