ভোলার দৌলতখান উপজেলায় অনুষ্ঠিত সাত ইউপির মধ্যে ৪টির বেসরকারি ফলাফল জানা গেছে। দুইটিতে নৌকা এবং দুইটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মূলত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মদনপুর ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন নাছির উদ্দিন নান্নু। তিনি পেয়েছেন ১৭০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল উদ্দিন আওয়ামী লীগের আনারস প্রতীকে পেয়েছেন ১৩৬৩ ভোট।
দক্ষিণ জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজমুল হোসেন বাচ্চু (স্বতন্ত্র) আনারস প্রতীকে ৪৯৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আলমগীর হোসেন পেয়েছেন ৪৩২৬ ভোট।
ভবানীপুর ইউপিতে যুবলীগের বিদ্রোহী প্রার্থী আওলাদ হোসেন (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৩২৭৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম নবী নবু নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫৮ ভোট।
মেদুয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মঞ্জুরুল আলম ২ হাজার ৯০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখার প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৩৩১ ভোট।
এছাড়াও চর খলিফা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শামিম হোসেন অমি চৌধুরী বিনাপ্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপর দুই ইউনিয়নের ফলাফল এখনো জানা যায়নি।
বিডি প্রতিদিন / অন্তরা কবির