রংপুরের পীরগাছা উপজলোয় ৮টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা তিনটিতে জিতেছেন।
বিজয়ীরা হলেন পারুল ইউনয়িনে তোফাজ্জল হোসনে (নৌকা), ইটাকুমারীতে আবুল বাশার (নৌকা), অন্নদানগরে আমনিুল ইসলাম (নৌকা), পীরগাছা সদরে মোস্তাফজিুর রহমান রেজা (স্বতন্ত্র-বিএনপি), ছাওলায় বিএনপরি নজির হোসনে (স্বতন্ত্র-বিএনপি), তাম্বুলপুরে বজলুর রশিদ মুকুল (স্বতন্ত্র-জামায়াত), কৈকুড়িতে নুর আলম (জাতীয় পার্টি) ও কান্দি ইউনয়িনে আব্দুস ছালাম আজাদ জুয়লে (স্বতন্ত্র-বিএপি)। নির্বাচনের ফলাফল জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহেব সিদ্দিকী।
বিডি প্রতিদিন / অন্তরা কবির