ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু মুসা মিয়ার নির্বাচনী অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় কর্মীদের নিয়ে অফিসটির উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী আবু মুসা। রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে অফিস সংলগ্ন পার্শ্ববর্তী মুদি দোকানের মালিক আকরাম হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে দোকানের বাইরে বের হয়ে দেখেন নৌকা প্রতীকের অফিসে আগুন জ্বলছে।
আকরামের ডাকাডাকিতে আশপাশের ও মহল্লার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় অফিসটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে নবীনগর থানর ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী মো. আবু মুসা জানান, এখন প্রচারণায় ব্যস্ত। কে বা কারা রাতের আঁধারে আমার অফিসে আগুন লাগিয়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে জানিয়েছি।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর