অবশেষে গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় এমপি নাটোর জেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস ফিতা কেটে ওই উদ্বোধন ঘোষণা করেন।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর ভবনের তৃতীয় তলায় গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপত্বিতে সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোহাম্মদ আলী।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ