নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট ইউনিয়নের সকল প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে ৬ ইউনিয়নের প্রার্থীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার পদের প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ