কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নষ্ট হয়, এমন কোনো কর্মকাণ্ডে জড়াবেন না। আমরা রক্তপাতহীন একটি নির্বাচন উপহার দিতে চাই। আচরণবিধি লঙ্ঘন করে রাত ৮টার পরে নির্বাচনী প্রচারণা ও মিছিল করা যাবে না। সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সস্ত্রাসীদের গ্রেফতার অভিযান চালানো হবে।
বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার তৃতীয় দফায় ১০ ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, কক্সবাজারের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান, চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম, চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি। পরে উপস্থিত চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা তাদের মতামত ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এমআই