দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্ট, ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশী উপ-হাই কমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে হাকিমপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে তিনি পরিদর্শনে আসেন। এসময় বাংলাদেশের অভ্যন্তরে পুলিশ, কাস্টমস কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি জিরো পয়েন্ট এলাকা, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, হিলি স্থলবন্দর অভ্যন্তরসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করে দেখেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতে নিযুক্ত বাংলাদেশী উপ-হাই কমিশনার তৌফিক হাসান জানান, ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ বন্দর। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দরের কার্যক্রম কেমন চলছে, বন্দর ও ইমিগ্রেশনের অবকাঠামোসহ কি কি সমস্যা রয়েছে সে বিষয়গুলো নিয়ে ইমিগ্রেশন, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আমরা এখানে পণ্য আমদানির পাশাপাশি রফতানির ক্ষেত্রে রাস্তা, কোয়ারেন্টাইন অফিসসহ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনলাম। ভারতীয় কতৃর্পক্ষের সাথে কথা বলে সমস্যাগুলো দ্রুত সমাধান করে ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানো হবে।
বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় একই পথ দিয়ে তিনি পুনরায় ভারতে চলে যান।
এসময় দিনাজপুরের হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব, উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদ, হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার, ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শিপ্রা রায়, বাংলাদেশের হিলি ইমিগ্রেমন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল