বগুড়ার সারিয়াকান্দিতে নিজ জমির সেচ যন্ত্রের বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে আজ রবিবার সকাল ১০টায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রফিকুল উপজেলার সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের সোলেমান মন্ডলের ছেলে।
রফিকুল বাড়ির পাশের নিজ জমিতে কাজ করতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীঘলকান্দি গ্রামের স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, রফিকুল সকালে বাড়ির পাশে তার নিজ জমিতে কাজ করতে গিয়েছিলেন। জমিতে সেচ যন্ত্রের তার ছিঁড়ে জমিতে পড়েছিল ও এতে তিনি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির