কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার আসামি আশিকুর রহমান ওরফে রকিকে (৩৩) লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। মঙ্গলবার সকালে র্যাব-১৩’র কন্ট্রোল রুম থেকে রকিকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করা হয়। রকি কুমিল্লা নগরের তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, রকি ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। প্রযুক্তি ব্যবহার করে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্ডিমারী বাজার থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে কুমিল্লায় পাঠানো হয়।
প্রসঙ্গত, ২২ নভেম্বর কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলকে (৫০) কয়েকজন মুখোশধারী লোক এলোপাতাড়ি গুলি করেন। এতে সোহেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ৯টি গুলি লাগে। এসময় আহত হন তার সঙ্গে থাকা আরও আটজন। গুলিবিদ্ধ সবাইকে হাসপাতালে নিলে কাউন্সিলর সোহেল ও তার সঙ্গী আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহাকে (৬০) মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় মঙ্গলবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন নিহত সোহেলের ভাই সৈয়দ মোহাম্মদ রোমান। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই