১ ডিসেম্বর, ২০২১ ২০:৪২

কালিয়াকৈরে আনসার ভিডিপি একাডেমিতে র‍্যালি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে আনসার ভিডিপি একাডেমিতে র‍্যালি

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সারা দেশব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। বাহিনীর সদর দপ্তর, সকল জেলা, ব্যাটালিয়ান ও আনসার ভিডিপি একাডেমিতে বুধবার সকালে ওই উপলক্ষে ৫০ জন করে ৫০টি পতাকা নিয়ে ৫০ মিনিট সময় পতাকা প্রদক্ষিণ র‍্যালির আয়োজন করা হয়। অত্র একাডেমি এবং এর অভ্যন্তরস্থ 

তিনটি ব্যাটালিয়ানের ৫০ জন করে মোট দুইশতটি পতাকা সম্বলিত র‍্যালি ৫০ মিনিট ধরে প্রদক্ষিণ করে। র‍্যালিতে একাডেমির বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারীসহ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় ৫০ মিনিট ধরে একাডেমির বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান পরিচালক (অস্ত্র প্রশিক্ষন), সারোয়ার জাহান চৌধুরী পরিচালক ২-মহিলা আনসার ব্যাটালিয়ান, তাসকিনআরা পরিচালক ১-মহিলা আনসরা ব্যাটালিয়ান, সদন চাকমা উপ-পরিচালক (প্রশাসন), জাহিদ হোসেন উপ-পরিচালক কর্মকর্তা প্রশিক্ষণসহ আনসার ভিডিপির কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর