ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫ম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। রবিবার বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে দশটার দিকে সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কালম আজাদ, আবুল কাশেম শিকদার, মো. শাজাহান মৃধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে ওখান থেকে একটি র্যালি বের হয়ে আদর্শ স্কুল সড়ক হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল