টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাসানীর মাজারে সকাল সাড়ে ১০টায় পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়।
পরে সকাল ১১টায় ক্যাম্পাসের দরবার হলে আলোচনা সভা ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ