বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ববিদসটি উপলক্ষে রবিবার বেলা ১১টায় অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ফাহিমা ছাবুলসহ পরিষদের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা ও পৌর এলাকার শিক্ষক, শিক্ষার্থীরা র্যলিতে অংশগ্রহণ করেন।
পরে “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান ও শিক্ষার্থী তনুশ্রী মিস্ত্রী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
বিডি প্রতিদিন/এএ