কুমিল্লা শিক্ষা বোর্ড এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে। মোট পাশের হারের সাথে এবার বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যাও। বৃহস্পতিবার প্রকাশিত কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলাফল দেখে এ তথ্য জানা গেছে। বোর্ডের এ অর্জনে খুশি বোর্ড সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীরা।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জানান, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গত পাঁচ বছরে এবার আমরা এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছি।
২০২১ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লাখ ১৯ হাজার ৭০৪ জন। এর মধ্যে পাশ করেছে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন। পাশের হার ৯৬.২৭ ভাগ।এ বছর জিপিএ ৫ অর্জন করেছে ১৪ হাজার ৬২৬ জন।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস সালাম জানান, ‘বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা, শিক্ষকদের আন্তুরিকতা ও শিক্ষার্থীদের ভালো করার মনোভাবই এবার কুমিল্লা শিক্ষা বোর্ড ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।’
বিডি প্রতিদিন/ফারজানা