কক্সবাজারের উখিয়া থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অপহরণের শিকার দুই রোহিঙ্গা কিশোরকে ১১ দিন পরে শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
তারা হলেন- উখিয়া উপজেলার থাইংখালী ক্যাম্পের ব্লক-বি/১০, এফসিএন ২১৩৮৭৩ এর বাসিন্দা করিমুল্লাহ ছেলে মো. আনাস (১৪) এবং একই ক্যাম্পের ব্লক-সি ১, এফসিএন এর ২০৫৭৪৪ বাসিন্দা মো. হোসেনের ছেলে আব্দুল্লাহ (১৩)।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক। তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর রবিবার রাতে উখিয়া থাইংখালী ক্যাম্পের ব্লক-বি/১০, এফসিএন এর ২১৩৮৭৩ বাসিন্দা মো. আনাস একই ক্যাম্পের ব্লক সি-১, এফসিএন এর ২০৫৭৪৪ বাসিন্দা আব্দুল্লাহকে দুষ্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করেন। ঘটনার পর থেকে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে শালবাগান ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালিয়ে ক্যাম্পের ব্লক-ই/১ সংলগ্ন পাহাড় থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত ভিকটিমরা বর্তমানে ক্যাম্প হেফাজতে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর