বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে সমাবেশ চলছে। দুপুর সাড়ে ১২টায় জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন।
জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীনসহ যুবদল, ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এর আগে সকাল থেকে খন্ড খন্ড মিছিলে বিভিন্ন জায়গা থেকে সমাবেশস্থলে উপস্থিত হয় নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএম