চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. নুরুল আলম (৪০) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৮ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার হারবাং লাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা এলাকার মোস্তাক আহমদের ছেলে। আহতরা হলেন- সিলেটের মো. হেলাল উদ্দিন (২৮), মো. শামিম (২৭), লেদু মিয়া (৪৮), নোয়াখালীর আশরাফ (২৫) তার ভাই কলিম উল্লাহ (৩৭) ও পেকুয়ার শিলখালী ইউনিয়নের মিশকাত (২১) ও মোজাফ্ফর হোসেন (২৮)।
চিরিঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে চকরিয়ার হারবাং লাল ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসটি পালিয়ে গেছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর