জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে দুই দিনব্যাপী ৪৩ তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
সোমবার দুপুরে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান। বিজ্ঞান মেলায় একটি স্টলে স্থান পেয়েছে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের প্রস্তাবিত টানেল।
গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম ও রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের শিক্ষার্থীরা যৌথ উদ্যোগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের প্রস্তাবিত টানেলটি তুলে ধরেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রী ও যানবাহন চালকেরা পরিকল্পিত গোয়ালন্দের মধ্য দিয়ে টানেল দিয়ে পদ্মা পাড় হয়ে দেশের বিভিন্ন স্থানে পৌছাবে সেটি তুলে ধরা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলা শুরু হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলায় ৯টি স্টল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
স্টল পরিদর্শন শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টালেন হবে। সেটির গুরুত্ব শিক্ষার্থীরা অনুধাবন করতে পেরেছে। উপজেলার দুইটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যৌথভাবে সুন্দর করে পরিকল্পিত গোয়ালন্দের মধ্য দিয়ে টানেল দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাবে এটা তুলে ধরেছেন। সত্যি অসাধারণ ছিলো তাদের পরিবেশনা। বর্তমান সরকার ও শিক্ষার্থীদের পরিকল্পনা দ্রুতই বাস্তবে রূপ নিবে এমন প্রত্যাশা উপজেলা প্রশাসনের সর্বোচ্চ এই কর্মকর্তার।
আগামীকাল মঙ্গলবার দুপুরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিজ্ঞান মেলার সমাপনী হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন