বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী বেইলী ব্রিজ এলাকায় ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় মো. এমদাদুল হক (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদ ওই উপজেলার বাইশারী গ্রামের ইটভাটা শ্রমিক মো. মনির হোসেনের ছেলে এবং কচুয়া সুলতানা রাজিয়া বিদ্যা নিকেতনের শিশু শ্রেণীর ছাত্র ছিলো।
বানারীপাড়ার থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। পরিবার ওই শিশুটির লাশের ময়নাতদন্ত করতে রাজি নয়। এ কারনে বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম