দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিনারুল ইসলাম (৩৮) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে।
মিনারুল ইসলাম (৩৮) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কালকুয়েত গ্রামের মো. জমশেদ আলীর ছেলে এবং বেসরকারী সংস্থা ‘পদক্ষেপ’এর বিরামপুরে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার দূর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর থানার অফিসার ইনর্চাজ সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, রবিবার সকালে নীলফামারী জেলার কালকুয়েত এলাকা থেকে মিনারুল ইসলাম মোটরসাইকেল যোগে তার কর্মস্থান বিরামপুর ফিরছিলেন। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের দূর্গাপুর এলাকায় পৌছালে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা মিনারুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এএ