গাজীপুরের কালিয়াকৈরে স্কুল ছাত্র ফয়সাল হোসেন ৮ দিন যাবত নিখোঁজ রয়েছে। সে বগুড়া জেলার গাবতলী উপজেলার হাতীবান্দা এলাকার আবু তাহেরের ছেলে ফয়সাল হোসেন (১২)। সে নিশ্চিন্তপুর মালেকের বাড়ির ভাড়া থাকত।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলা নিশ্চিন্তপুর এলাকায় গত ২৮ জানুয়ারী দুপুরে জুম্মার নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে তার মা ফুলমতী বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই স্কুল ছাত্র ফায়সাল হোসেন লোহাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
মৌচাক ফাঁড়ির (এসআই) আসাদুজ্জামান জানান, ওই স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। তবে তাকে চেষ্টার অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ