হবিগঞ্জে প্রত্যাগত প্রবাসী নারীকর্মী এবং তাদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক তুলে দেওয়া হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ৩৩ জন প্রত্যাগত নারীকর্মীকে জনপ্রতি ২০ হাজার টাকা করে এবং ২ জন মেধাবী শিক্ষার্থীকে ১৪ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং ওয়েজ আর্নার্স বোর্ডের পরিচালক শোয়াইব আহমাদ খান এই চেক তুলে দেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহম খান বক্তব্য দেন।
কর্মসূচির আওতায় হবিগঞ্জ জেলায় আরও ৪০০ প্রত্যাগত নারীকর্মীকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এই সহায়তা প্রদান করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন