করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। আজও লোকজনকে সচেতন করে মাস্ক বিতরণসহ করোনা টিকার খোঁজ খবর নেন। যারা টিকা নেননি তাদের পুলিশের গাড়িতে করে হাসপালে নিয়ে টিকার ব্যবস্থা করা হচ্ছে। আজ দুপুরে শহরের দুধবাজার,কাঁচাবাজার, গুর বাজারসহ বিভিন্ন হোটেল,দোকানের ক্রেতা বিক্রেতা ও পথচারিদের সচেতন করে মাস্ক দেওয়া হয় এবং টিকা নিয়েছেন কিনা খোঁজ খবর নেন। যে সকল ব্যবসায়ী টিকা নেননি তারা দোকান বন্ধ করে সটকে পড়েন।
গত বুধবার এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, সেই থেকে এ কাজ চলমান রয়েছে। আজ সচেতনমুলক অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল তানিয়া সুলতানা, সিংগাইর সার্কেল মোঃ রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাসির উদ্দিন মল্লিকসহ সকল থানার অফিসার ইনচার্জ।
বিডি প্রতিদিন/এএ