টানা দুই দিনের বৃষ্টি আর থেমে থেমে দমকা বাতাস বন্ধ হলেও শনিবার পর্যন্ত অধিকাংশ সময় মেঘে ঢাকা থাকে কুড়িগ্রামের পুরো জনপদ। রবিবার সকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানায়। ভোর থেকে টিপটিপ করে বৃষ্টির মত কুয়াশা পড়ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না। ফলে তাপমাত্রা আবার নিম্নগামী হয়ে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। মারাত্মক দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল খেটে খাওয়া মানুষজন।
আজ সকালে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ডিগ্রি সেলসিয়াস। তবে মৃদু এ শৈত্যপ্রবাহ আরো দুই একদিন থাকবে বলে জানান তিনি।
এদিকে, বিরুপ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে দিনেও অধিকাংশ যান চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে। প্রয়োজন ছাড়া তেমন একটা বাইরে বের হচ্ছে না মানুষজন। মাঠে কাজে যেতে না পারায় অর্থ কষ্টে রয়েছেন দিন মজুর শ্রেণির মানুষজন।
বিডি প্রতিদিন/এএম