বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন রাণীনগর বড়বড়িয়া এলাকায় রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় বাইজিদ হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত বাইজিদ হোসেন নওগাঁর রাণীনগর উপজেলার গুয়াতা উত্তরপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বড়বড়িয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন বাইজিদ হোসেন। এ সময় হঠাৎ ঘটনাস্থলে একটি ট্রেন পৌঁছালে মোটরসাইকেল আরোহী বাইজিদ ধাক্কা খেয়ে রেল সড়কের নিচে সটকে পড়ে গুরুত্বর আহত হন।
স্থানীয়রা আহত বাইজিদকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। ওই দিন রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
বিডি প্রতিদিন/আবু জাফর