গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাসনা খাতুন রিয়া (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার সরকারি কলেজের পাশে সরোবর নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। রিয়া উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজি পাড়া গ্রামের হাসানুর রহমানের মেয়ে।
নিহতের পরিবার জানায়, কিছুদিন থেকে উপজেলার জঙ্গলমারা গ্রামে রিয়া তার মাসহ নানা বাড়িতে থাকতো। শনিবার মেয়েটি নিখোঁজ হলে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং করে। কিন্ত আজ রবিবার দুপুরে স্থানীয়রা মেয়েটির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই