বরগুনার আমতলী পৌরশহরের আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কে সৈকত ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের সদস্যরা ওই ফিলিং স্টেশনের আলমিরা ভেঙে নগদ সাড়ে ১২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করা হয়। এ ঘটনায় বাধা দিতে গিয়ে মো. ইদ্রিস আলী (৪০) নামে এক মিটারম্যান আহত হয়েছে।
জানা গেছে, রবিবার রাত আড়াইটার দিকে আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা নামক স্থানে সৈকত ফিলিং ষ্টেশনে ৫ থেকে ৬ জনের একদল মুখে মাস্ক পরিহিত ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। অফিস রুমের কলাপসিবল গেটের তালা ভাঙতে গেলে নাইট ডিউটিতে থাকা মিটারম্যান মো. ইদ্রিস আলী এতে বাধা দেয়। এ সময় ডাকাত দলের সদস্যরা মিটারম্যানকে দেশীয় অস্ত্র রামদা, ছেনা, লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ও পিটিয়ে গুরুত্বর আহত করে কলাপসিবল গেটের তালা ভেঙে অফিস রুমের ভিতরে প্রবেশ করে।
অফিস রুমের ভিতরে থাকা ওই ফিলিং স্টেশনের ম্যানেজার আনোয়ার হোসেনকে জিম্মি করে ষ্টীলের আলমিরা ভেঙে নগদ ১২ লক্ষ ৫৯ হাজার টাকা লুট করে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে বলে দাবি করেন ভুক্তভোগী। ওই ঘটনায় আহত মিটারম্যান ইদ্রিস আলীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনায় রবিবার দুপুরে সৈকত ফিলিং স্টেশনের মালিক মো. মিজানুর রহমান শিপন তালুকদার বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে আমতলী থানায় একটি মামলা দায়ের করা করেছেন।
আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এসআই মো. ইউনুচ আলী ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় দস্যুতা আইনে অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল