নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাকের চাপায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মেহেদী হাসান (৭)। সে উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের আবুল হাসেমের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র ছিল।
বুধবার দুপুরে বীজবাগ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের খালেকের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বীজবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল জানান , নিহত মেহেদী হাসান স্থানীয় চৌতুল হেরা মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র ছিল। মাদ্রাসা ছুটির পর কোচিং করার জন্য যাওয়ার সময় বীজবাগ ইউনিয়নের খালেকের টেক এলাকায় একটি ইটবাহী ট্রাক তাকে সামনে থেকে চাপা দেয়। এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাক ও ড্রাইবারকে আটক করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে লিখিত অভিযোগে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম