বগুড়ার দুপচাঁচিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কায় আক্কাস আলী (৫০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। আক্কাস উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে। শনিবার ভোরে উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকায় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের নৈশ প্রহরী ছিলেন আক্কাস আলী। শনিবার ভোরে ডিউটি শেষ করে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে রাস্তার অতিক্রম করার জন্য দাড়িয়ে ছিলেন। এ সময় চলন্ত একটি ট্রাক (অজ্ঞাতনামা) তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
এ ঘটনায় গুরুত্বর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নৈশ প্রহরী আক্কাস আলীর মৃত্যুর পর লাশ ময়নাতদন্তের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর