মেহেরপুরের সদর উপজেলার রাধাকান্তুপুর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আসিম বিশ্বাস নামে দশম শ্রেণির স্কুলছাত্রর মৃত্যু হয়েছে। আসিম শালিকা গ্রামের ছলিম বিশ্বাসের ছেলে ও শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আসিমের পরিবার ও গ্রামবাসী জানান, আসিম ইফতার শেষে তার বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। শালিকা গ্রাম থেকে রাধাকান্তপুর গ্রামে পৌছে সে মোটারসাইকেলের নিয়ন্ত্র হারিয়ে ফেলে। এসময় সে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই আসিমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে আসিমের বাড়িতে নিয়ে আসে।
মেহেরপুর সদর থানার ওসি শাহাদারা খান পিপিএম জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় স্কুলছাত্রর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম