যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার জন্যই কৃষিতে আজ সমৃদ্ধ বাংলাদেশ। ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ গড়তে কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়াতে শেখ হাসিনার সরকার কৃষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। কৃষি ক্ষেত্রে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
আজ ১৭ এপ্রিল রবিবার ভোলা জেলার চরফ্যাশন উপজেলা চত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সার বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় এমপি জ্যাকব বলেন, কৃষক ও কৃষি না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। কৃষি উৎপাদনে বাংলাদেশ সয়ংসম্পূর্ণ দেশ। কৃষিক্ষেত্রে আওয়ামী লীগের অর্জন বিশ্বে এখন রোল মডেল। এর ফলে কৃষিতে স্বনির্ভরতা বেড়েছে এবং কৃষি বিপ্লবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ সবুজ। বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক।অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সানাউল্যাহ আজম।
বিডি প্রতিদিন/হিমেল