সিরাজগঞ্জে ৩৯৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। রবিবার রাতে সদর উপজেলার রানীগ্রাম এলাকায় শহর রক্ষা বাঁধের ওপর এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- রানীগ্রান এলাকার শফি মন্ডলের ছেলে জিসান মন্ডল (২০) ও বাবুল শেখের ছেলে সুজন শেখ (২২)। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম রিফাত-বিন-আসাদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে রানীগ্রাম শহর রক্ষা বাঁধের ওপর অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ