নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাইফুল ইসলাম (৩০) নামে এক মাইক্রোবাস চালককে গলাকেটে হত্যা করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার কোশাব এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বালিগঞ্জ এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, সাইফুল ইসলাম গাজীপুর বাসস্ট্যান্ডে লুৎফর রহমানের মাইক্রোবাস ভাড়ায় চালান। রবিবার সকালে তিনি গাজীপুর থেকে কুমিল্লায় যাত্রী নিয়ে যান। রাতে যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ হত্যাকাণ্ড টাকা পয়সা ও মোবাইল ছিনতাইয়ের জন্য করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাত আড়াইটার দিকে উপজেলার কোশাব এলাকার এশিয়ান বাইপাস সড়কে একটি হাইএস গাড়িতে এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সাইফুল ইসলামের পরিবারের লোকজন মর্গে রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।
বিডি প্রতিদিন/কালাম