নাটোরের গুরুদাসপুরে জানাজা নামাজ পড়তে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাছেন শেখ (৭০) নামের এক বৃদ্ধ। সোমবার সকাল আনুমানিক ১১টায় উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাছেন শেখের বাড়ি ওই ইউনিয়নের খুবজীপুর চরপাড়া মহল্লায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলশা এলাকায় এক আত্মীয়ের জানাজা নামাজ পড়ার জন্য অটোভ্যানে যাচ্ছিলো হাছেন শেখ। বিলশা মা জননী সেতুর কিছু পরেই একটি মোড় রয়েছে। সেই মোড়ে বেপোরায়া গতিতে আসছিলো ধান বোঝাঁই একটি ইঞ্জিন চালিত ট্রলি। ট্রলির গতিবিধি লক্ষ্য করে হাছেন শেখ অটোভ্যান থেকে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ওই ট্রলির চাকার নিচে পরে যান তিনি। ঘটনাস্থলেই হাছেন শেখের শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়ে যায়। তৎক্ষণিক সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা আরো জানান, কিছু অসাধু ব্যক্তি রাস্তা দখল করে খরের পালা দিয়েছেন। খরের পালা দেওয়ার কারণে যানবাহন চালকরা দূরের গাড়িগুলো দেখতে পায়না। খরের পালার কারণেও মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে ওই এলাকায়।
এ বিষয় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা রজুর প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/হিমেল