২১ মে, ২০২২ ১৬:১৭

সিরাজগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব, ঘরবাড়ি লন্ডভন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব, ঘরবাড়ি লন্ডভন্ড

সিরাজগঞ্জের কাজিপুরে কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি, দোকানপাটসহ শত-শত গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। শনিবার ভোরে এ অঞ্চলে কালবৈশাখী ঝড় হানা দেয়। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার সোনামুখী বাজার। এ বাজারের বেশ কয়েকটি দোকানঘরের চাল উড়ে গেছে। সেই সঙ্গে বৈদ্যুতিক লাইন ও বিচ্ছিন্ন হয়েছে বলে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনামুখী বাজারসহ উপজেলার বেশ কয়েকটি অঞ্চলের বাড়িঘর ও দোকানপাট মুহুর্তেই ভেঙে পড়ে। উড়ে যায় অনেক ঘরের চাল। 

সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান জানান, হঠাৎ ঝড়ে এ বাজারের বেশকটি দোকান লন্ডভন্ড হয়ে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। 

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নামের তালিকা করে প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর