নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদে আজ বুধবার সকাল ৮টা থেকে চলছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। দীর্ঘ ১১ বছর পর ইউপি নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়ে প্রতিটি কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।
এ ইউনিয়নে ১০টি কেন্দ্রের ৭০টি বুথে ৯ হাজার ৯০৪ জন পুরুষ ও ৯ হাজার ৬৬৯ জন নারী ভোটার। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একজন প্রার্থী ও স্বতন্ত্র ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
খোকশাবাড়ী ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ৫ জুন। নীলফামারী পৌরসভার সাথে সীমানা সংক্রান্ত জটিলতায় দায়েরকৃত মামলার কারণে এতদিন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
বিডি প্রতিদিন/ফারজানা