মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে পঞ্চগড়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধন করেন, সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব মো. আলী রেজা সিদ্দিকী । জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় সিভিল সার্জন ডা. রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। এতে জেলার বিভিন্ন উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় প্রধান মো. আলী রেজা সিদ্দিকী প্রজেক্টর প্রেজেন্টেশনের মাধ্যমে দেশের মাদকদ্রব্যের বর্তমান চিত্র, এর কুফল এবং গণসচেতনতায় করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
বিডি প্রতিদিন/নাজমুল