লক্ষ্মীপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা উদযাপন করেছে জেলা আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্নার সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর