২৮ জুন, ২০২২ ১৬:৫৫

ডোমারে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ নিয়ে কর্মশালা

নীলফামারী প্রতিনিধি

ডোমারে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ নিয়ে কর্মশালা

নীলফামারীর ডোমার উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরননবী, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা আবুল আলা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল প্রমুখ। 

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, সুধি সমাজের প্রতিনিধিসহ ২০০ জন অংশগ্রহন করেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর